সিলেটের জকিগঞ্জে বরযাত্রীর গাড়ির সঙ্গে অটোরিকশার (টমটম) মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত টমটম চালক নিহত হয়েছেন। এ সময় বর-কনে, নারী শিশুসহ অন্ততপক্ষে ৭/৮ জন গুরুতর আহত হন।
ঘটনাটি বুধবার বিকেল ৪ টার দিকে কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকার জকিগঞ্জ-সিলেট মহাসড়কের ওপর ঘটেছে। নিহত টমটম চালক বারঠাকুরী ইউপির লাড়িগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে শাহাবুদ্দিন সাবু (৪৮)।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোনাসারের একটি কমিউনিটি সেন্টারে বুধবার মানিকপুর ইউপি'র বাল্লাহ গ্রামের জামাল আহমদের ছেলে আবুল কালামের সঙ্গে কাজলসার ইউপির কড়ইমুড়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে রোজিনা আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে কনে নিয়ে বরের বাড়ি ফেরার পথে বর-কনেকে বহনকারী মাইক্রোবাস ইউনিয়ন অফিস বাজার এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোরিকশা (টমটম) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শাহাবুদ্দিন সাবু নিহত হন এবং বরযাত্রীর গাড়িতে থাকা বর-কনে, নারী শিশুসহ অন্ততপক্ষে আরও ৭/৮ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সোনাসার রাগীব রাবেয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছেন। তবে আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।
খবর পেয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় দেওয়া হয়।
উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন সিলেট প্রতিদিনেকে জানান, তিনি বিয়ের বরযাত্রীদের কথা বলে প্রাথমিকভাবে জেনেছেন বরযাত্রী বহনকারী মাইক্রোবাস গাড়ির চালক বেপরোয়া গতিতে ড্রাইভিং করার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মাইক্রো চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় একটি বাসগাড়িকে অতিক্রমকালে একটি চাকা সড়ক থেকে নেমে যায়। তখন গাড়ি আবারও সড়কে ওঠানোর সময় অটোরিকশা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
তিনি বলেন, আহতদের বাড়ি মানিকপুর ইউপির বাল্লাহ গ্রামে। চারটি শিশুসহ আরও চারজন নারী পুরুষকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে শিশুসহ ৪/৫ জনের অবস্থা মারাত্মক আশঙ্কাজনক বলে তথ্য পাওয়া গেছে।
স্থানীয়দের বরাতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সিলেট প্রতিদিনকে জানান, বরযাত্রী বহনকারী গাড়ির সঙ্গে অটোরিকশা টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটম চালক নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহত শাহাবুদ্দিনের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।. লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।