বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাথে মিফতাহ্ সিদ্দিকীর মতবিনিময়

  • প্রকাশের সময় : ১৮/০৬/২০২৫ ০৯:০০:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
15

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মিফতাহ্ আহমদ সিদ্দিকীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে সাদাপাথর হোটেল অ্যান্ড রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির  জাতীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ আহমদ সিদ্দিকী। এ সময় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুর্শেদ আলম, আরটিসির চেয়ারম্যান লায়ন আসাদুল হল আসাদ, বিএনপি নেতা জুয়েল আহমদ, ভোলাগঞ্জ গ্রামের আবুল বশর, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক  আকবর রেদওয়ান মনা, অর্থ সম্পাদক আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, দৈনিক আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি লবীব আহমদ, দৈনিক কাজির বাজার পত্রিকার প্রতিনিধি সুহেল আহমদ, সিলেটের কন্ঠ ডটকমের প্রতিনিধি শাহিন আলম প্রমুখ।


মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকি ও অপসাংবাদিকতা রোধে করণীয় বিষয়ে বক্তব্য দেন মিফতাহ্ আহমদ সিদ্দিকী। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা নিশ্চয়ই আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। আমাদেরও ভুল হতে পারে, আপনারা আমাদেরকে বলবেন আমরা ভুল শুধরে নেব। রাষ্ট্র গঠনে আমি আপনাদের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি