শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিও দেবোত্তর সম্পত্তি তথা তারাপুর চা বাগানের জমি উদ্ধার কার্যক্রম হয়ে হয়েছে। বুধবার (১৮ জুন) সিলেটের তারাপুর এলাকায় এই উদ্ধার কাজ শুরু হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা জমি উদ্ধারের জন্য মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুসারে অবৈধ দখলে থাকা জমি উদ্ধারের অংশ হিসেবে দীর্ঘদিন পরে বাগান ও প্রশাসনের সহযোগিতায় জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে এই জমিটি সিলেট মিউনিসিপ্যালিটি মৌজার অন্তর্ভুক্ত।
বাগানের পক্ষ থেকে সুপ্রিমকোর্টের নির্দেশে অ্যাডভোকেট মোঃ শামসুজ্জামান জামানকে আইনজীবী নিয়োগ করা হয়।
এসময় তারাপুর চা বাগানের সরকারি দেবোত্তর সম্পত্তির উদ্ধার কাজে উপস্থিত ছিলেন, তারাপুর চা বাগানের ম্যানেজার রিংকু দে।