বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

নতুন বাংলাদেশে বৈষম্যের কোন স্থান নেই : বিভাগীয় কমিশনার

  • প্রকাশের সময় : ১৭/০৬/২০২৫ ১০:৪৭:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
56

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা- উন- নবী বলেছেন, নতুন বাংলাদেশে বৈষম্যের কোন স্থান নেই। সেখানে সকলের সমান অধিকার সংরক্ষিত থাকবে, রক্ষা পাবে জনগণের পূর্ণঅধিকার। সাম্য ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব।


তিনি বলেন, অতীতে রাষ্ট্র পরিচালনার ভুল মন্ত্রে দেশের পরিবর্তে ব্যক্তির উন্নতি হয়েছে, আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় ব্যক্তি স্বাধীনতা ছিলো ভুলুন্ঠিত। ২৪ এর জুলাই বিপ্লব নতুন প্রজন্মকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে, দিয়েছে নতুন পথের সন্ধান।


তিনি দেশপ্রেমের শপথ নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।


মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলা প্রশাসন দক্ষিণ সুরমা কতৃক পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম ত্বরান্বিতকরণ সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, দক্ষিণ থানার ওসি (তদন্ত) মারফত আলী, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলা আমীর সাব্বির আহমদ, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী, সাংবাদিক হাজী জাহাঙ্গীর আলম মুসিক, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খাঁন, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা সুলাইমান হোসেন, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, ইসলামী আন্দোলন দক্ষিণ সুরমা উপজেলা সহ-সভাপতি আরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব সুলতান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক সানোয়ার আলী, ফটো সাংবাদিক সাহেদ আহমদ শান্ত, সাংবাদিক শরিফ আহমদ, সাংবাদিক জাবেদ এমরান প্রমুখ।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি