অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নগরীর দক্ষিণ সুরমার একটি আবাসিক হোটেল থেকে ৩ জন পুরুষ ও ২ জন নারী মোট ৫ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা প্যালেস আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ফাহিম আহমেদ (২৩), রেজুয়ান আহমেদ রফি (২৪), মোঃ শাহীদুল ইসলাম (২৭), রিমু আক্তার (২০) ও রানী বেগম (৩২)।
মঙ্গলবার (১৭ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা প্যালেস আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে আকস্মিক অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ২ জন নারী মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।