ঢাকা থেকে সিলেট যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকির।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল বলেন, ‘ঢাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি এবং অফিশিয়ালি কিছু জানানো হয়নি।’
আত্মগোপনে থাকা জেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা জানান, দুজনকে ঢাকার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে জাকিরকে রামপুরা ও রেজাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সিলেটে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।