বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

সিলেটে করোনা আক্রান্ত দুই, আইসিইউতে একজন

  • প্রকাশের সময় : ১৫/০৬/২০২৫ ১০:৪২:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
45

দেশে ফের ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় সংক্রমণ ধরা পড়ছে। এবার সিলেটেও শনাক্ত হয়েছে নতুন এ ভ্যারিয়েন্টে আক্রান্ত দুজন রোগী।


স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় দপ্তর সূত্রে জানা গেছে, আক্রান্ত দুজনই বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ৮০ বছর বয়সী এক পুরুষের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অপরজন একজন নারী।


জানা গেছে, একজন রোগী গত শুক্রবার সিলেটের ইবনে সিনা হাসপাতালে পরীক্ষা করে করোনা শনাক্ত হয় এবং নিয়মিত ২৪ ঘন্টার পরীক্ষায় রবিবার আরেকজনের করোনা ধরা পড়ে  হাসপাতালে ভর্তি হন। আক্রান্তদের একজনের বাড়ি সুনামগঞ্জে, অন্যজন সিলেট শহরের বাসিন্দা।


আইসিইউতে রোগী ভর্তি বিষয়ের সত‍্যতা নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, করোনা আক্রান্ত রোগীর বয়স ৮০ বছরের উর্ধ্বে হওয়া উনাকে আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে রাখা হয়েছে।


সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান বলেন, 'সিলেটে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে ঠিকই, তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে সতর্ক থাকতে হবে।'


তিনি আরও বলেন, ‘সুরক্ষিত থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। সচেতনতাই আমাদের নিরাপদ রাখতে পারে।’


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি