বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

সিলেটের এক ছাত্রলীগ নেতা ঢাকা বিমানবন্দর থেকে আ ট ক

  • প্রকাশের সময় : ১৫/০৬/২০২৫ ০৭:০৪:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
34

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ যাওয়ার সময় ছাত্রলীগ নেতা জুনায়েদ আহমদ ইভানকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। ১৪ জুন রাত ১টায়  তাকে আটক করা হয়। ইভান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি।

 

জানা যায়, জুনাইদ আহমদ ইভান শাহজালাল বিমানবন্দর দিয়ে দেড়টার ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল। এর আগে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে ধরতে বিভিন্ন সময় অভিযান চালায়। ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় তার উপর মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ইভান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় জনির দায়ের করা মামলার এজাহার নামিয় আসামি। ইমিগ্রেশনে আমরা তার নাম দিয়ে রেখেছিলাম যাতে সে পালাতে না পারে। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকের সংবাদ জানালে আমাদের পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।

সে ২০২৩ সালের একটি পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে বিদেশে পালানোর চেষ্টা করেছিল। আমরা তার পাসপোর্ট জব্দ করেছি এবং তাকে কোর্টের মাধ্যমে জেলা হাজতে পাঠিয়েছি।

 

 


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি