বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

রোবোসাস্টের নতুন কমিটি গঠন, নেতৃত্বে যারা

  • প্রকাশের সময় : ১৫/০৬/২০২৫ ০৬:০৮:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
13

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) একমাত্র রোবোটিক্স বিষয়ক সংগঠন 'রোবোসাস্ট'র  ৯ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ডিরেক্টর অব রোবটিক্স পদে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী অভ্র বিশ্বাস ও সভাপতি পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নিলয় সরকার মনোনীত হয়েছেন।


রবিবার (১৫ জুন) দুপুরে সংগঠনটি থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


কমিটিতে সাধারণ সম্পাদক পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী নুশরাত জাহান উর্মি ও কোষাধ্যক্ষ পদে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী নৃপেন্দ্র বিশ্বাস মনোনীত হয়েছেন।


কমিটির অন্য সদস্যরা হলেন  সহ-সাধারণ সম্পাদক যুবরাজ নাবিল, সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, সেক্রেটারি অব প্রজেক্ট এন্ড প্ল্যানিং রুদ্র সরকার, সেক্রেটারি অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইয়াক সাফু, অপারেশন্স সেক্রেটারি মো: মেহেদী হাসান, সেক্রেটারি অব স্কুল প্রোগ্রাম অ্যান্ড স্পনসরশিপ হুমায়রা বেগম জুই, হেড অব কন্টেন্টস অ্যান্ড ক্রিয়েশন আসাদ শেখ, সহ-কোষাধ্যক্ষ মো: আবিদুর রহমান  এবং আইটি সম্পাদক নিশাত তারান্নুম । 


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি