বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

সিলেটের জাফলং কান্ডে যুবদল নেতা বহিষ্কার

  • প্রকাশের সময় : ১৫/০৬/২০২৫ ১২:২১:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
29

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৫ জুন) যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাহিদ খানের প্রাথমিক সদস্যপদ বাতিল করে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত জাহিদের কোনো অপকর্মের দায়ভার দল নেবে না। পাশাপাশি যুবদলের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৩ জুন) জাফলংয়ে পাথর উত্তোলন নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের কয়েকজন নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন। তারা উপদেষ্টাদের গাড়িবহর আটকে রাখেন।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ছাত্রদলের স্থানীয় কয়েকজন নেতা বিক্ষোভে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে, এবং তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি