সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ১৫ই জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।
এর আগে করোনা আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কামরানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বর্তমানে লন্ডনে অবস্থান করা কামরানের বড় ছেলে সিলেট নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু জানিয়েছেন- তার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যোগে নগরের ছড়ারপাড়ের মসজিদ ও মাদ্রাসায় খতমে কোরআন, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তার উদ্যোগে লন্ডনে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। এ ছাড়া পারিবারিক স্বজন মেহেদী কাবুলের পক্ষ থেকে আমেরিকার নিউ ইয়র্কেও একইভাবে কর্মসূচি পালন করা হবে। কামরান ছিলেন সিলেট পৌরসভার শেষ চেয়ারম্যান ও সিটি করপোরেশনের প্রথম মেয়র।
তিনি একাধিকবার সিলেট নগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। নগরের মানিকপীর (রহ.) গোরস্থানে তাকে দাফন করা হয়।