বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন সিলেটের যুবক

  • প্রকাশের সময় : ১৪/০৬/২০২৫ ০৮:১০:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
30

পর্তুগালের লিসবনের আলমাদা এলাকায় নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সিলেটের এক যুবক। মাহবুবুল আলম নামের ওই যুবক পর্তুগালে ব্যবসা করতেন। তিনি কয়েক বছর থেকে পর্তুগালের লিসবনে পরিবার নিয়ে বসবাস করছেন।


নিহত মাহবুবুল আলম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের নান্না মিয়ার ছেলে। 


পরিবারের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবজাল হোসাইন জানান, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী মাহবুবুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা ব্যবসা প্রতিষ্ঠান লুট করার চেষ্টা করে।


এসময় বাধা দিলে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন মাহবুবুল আলম। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি