বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১৪/০৬/২০২৫ ০৭:২৫:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
17

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের  ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাদাপাথর হোটেল অ্যান্ড রিসোর্টে শনিবার (১৪ জুন) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয় । 


কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক, আকবর রেদওয়ান মনা, অর্থ সম্পাদক আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ প্রমুখ। 


আলোচনার মূল বিষয় ছিলো, প্রেসক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ, স্থানীয় সংবাদ পরিবেশনায় গুণগত মান বজায় রাখা এবং ক্লাবের সামাজিক ভূমিকা আরও বিস্তৃত করা। ভবিষ্যতে ক্লাবের কর্মকান্ড কিভাবে আরও গতিশীল ও সময়োপযোগী করা যায় সে বিষয়ে গুরুত্ব সহকারে মতবিনিময় হয়। আলোচনার পাশাপাশি ঈদ পুনর্মিলনী উপলক্ষে একে অপরের সাথে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান সবাই। আনন্দঘন পরিবেশে ক্লাবের অভ্যন্তরীণ বন্ধনকে আরও সুদৃঢ় করার এই প্রয়াস ছিলো প্রশংসনীয়।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি