সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট প্রতিদিন২৪.কম এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ নরুল ইসলামের মা ফুলবি বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রতিদিন পরিবারের সদস্যরা।
এক শোকবার্তায় তারা নুরুল ইসলামের মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এর আগে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সিলাম টিলাপাড়া গ্রামের মোকামবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১৪জুন) সকাল ১১টায় জানাজা শেষে সিলাম পঞ্চায়েতি গোরস্তানে দাফন সম্পন্ন হবে।