চলতি বছরের মে মাসে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। একইসঙ্গে আহত হয়েছেন আরও ৮০ জন।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মে মাসে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও মহাসড়কে মোট ৩২টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৩২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান মতে, মে মাসে সারাদেশে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৩৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৮ জন ও আহত হয়েছেন আরও ২৭১ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। বিভাগটিতে মোট ৩০টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, মে মাসজুড়ে সারাদেশে মোট ৫৯৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৬১৪ জন এবং আহত হন ১ হাজার ১৯৬ জন।