বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

বদর উদ্দিন আহমদ কামরান স্মৃতি পরিষদের তিন দিনের কর্মসূচি ঘোষণা

  • প্রকাশের সময় : ১৩/০৬/২০২৫ ০১:৫১:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
73

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ৫ম মৃত্যু বাষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে কামরান স্মৃতি পরিষদের উদ্যােগে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


কর্মসূচির মধ্যে রয়েছে,১৫ জুন মানিক পীর কবরস্থানে স্মৃতি পরিষদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ১৬ জুন বাদ মাগরিব নিউইয়র্কের ইউনিয়নপোড জামে মসজিদে দোয়া মাহফিল ও ১৭ জুন বাদ এশা সিলেটের জামেয়া ইসলামিয়া দারুল আরকাম মাদ্রাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল আনুষ্টিত হবে। 


উক্ত কমসূচি সফল করার আহবান জানিয়েছেন কামরান স্মৃতি পরিষদের যুক্তরাষ্ট্রের সভাপতি মেহেদী কাবুল ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।


উল্লেখ্য, ২০২০ সালের  ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করার পর করোনা পজিটিভ শনাক্ত হন সাবেক মেয়র কামরান। ৭ জুন দুপুরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। 


এরপর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন ২০২০ সালে মৃত্যু বরন করেন সাবেক এই নগর পিতা।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি