বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

ছাতক সীমান্তে পুশইন করা ১৭জনকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে

  • প্রকাশের সময় : ১২/০৬/২০২৫ ১১:৩৩:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
17

ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী সীমান্ত দিয়ে পুশইন করা ১৭ জন নাগরিককে নোয়াকোট বিওপি’র একটি টিম আটক করে বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশে হস্তান্তর করে।


আটককৃত লালমনিরহাট জেলার কুলিয়াঘাট এলাকার শামসুল আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫), তার স্ত্রী আরজিনা বেগম (২৮), ছেলে জাহিদ হাসান (১০), জাহিদুল ইসলাম (৬), মেয়ে ফেরদৌসী (৪), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী- গোগারকুটি এলাকার শফিকুল ইসলামের ছেলে সুজন আলী (২৫) তার স্ত্রী ফজলে বেগম(২৩), ভাই শরীফুল ইসলাম (১৮), ছেলে ইব্রাহিম (১.৫), মেয়ে সুমাইয়া (৫), একই জেলার নাগেশ্বরী- দেওয়ানীটাড়ী এলাকার নূর হোসেনের ছেলে মহুবর আলী (৩০) তার স্ত্রী মনিরা বেগম (২২), মেয়ে মোর্শেদা খাতুন (৯), ছেলে মীর হোসেন(৩), একই এলাকার গোবিন্দ চন্দ্রের ছেলে মিঠুন চন্দ্র (২৪), তার স্ত্রী দীপ্তি (২২), মেয়ে তুলসী(২) কে পুলিশ হেফাজতে ছাতকের আমেরতল জাহানারা বেগম চৌধুরী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। 


ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় আমেরতল জাহানারা বেগম চৌধুরী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পৌছে আশ্রয়কেন্দ্রে থাকা ১৭ জন নারী-পুরুষ ও শিশুদের মাঝে পোশাক, খাদ্য ও ঔষধ বিতরণ করেছেন। 


নোয়াকোট বিওপি ক্যাম্পের হাবিলদার মো: শফিকুর ইসলাম জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা ১৭ জন নারী-পুরুষ ও শিশুকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। 


ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানিয়েছেন, বিজিবি কর্তৃক আটক ১৭জনকে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল জাহানারা বেগম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।##


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি