ছাতক সদর ইউনিয়ন বিএনপির কর্মী সভা বৃহস্পতিবার ১২ জুন বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের আন্ধারীগাঁও পয়েন্টে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য
ফারুক আহমদ,প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক
অধ্যাপক শাহ শফিকুল আলম মতি, যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, আবু সুফিয়ান, এখলাছুর রহমান,কয়েছ আহমেদ, এড, আব্দুল কাহার,ফয়জুর রহমান ও হাফিজুর রহমান
বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা জাহেদুল ইসলাম আহবাব,তাজুল ইসলাম তালুকদার,আব্দুল কাইয়ুম, আব্দুল আমিন,আজহার আলী,দিলোয়ার হোসেন, নজরুল ইসলাম, সেলিম আহমদ,ইয়াকুব আলী,খছরু আহমেদ প্রমুখ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, আহবায়ক কমিটির সদস্য,ছায়াদুজ্জামান ছায়াদ, দিদার আলম মেম্বার।