সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে১৩ বাংলাদেশী সদস্যকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার ১২ জুন রাতে সাড়ে ৩ টায় বিজিবি তাদেরকে আটক করেন।
জানা যায়, ভারতের নলজুরি বিএসএফ কালাইরাগ বিওপি ক্যাম্পের উত্তর পাশ দিয়ে ১৩ জনকে বাংলাদেশে পুশইন করে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন কালাইরাগ বিওপির টহল টিম নাজিরগাও গ্রামের সীমান্ত দিয়ে টহলের সময় রাত সাড়ে ৩টায় তাদেরকে আটক করে।
আটককৃত ১৩জন কুড়িগ্রাম জেলার ২টি পরিবারের বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তাদের মধ্যে পুরুষ ৪ মহিলা ৩ ও শিশু ৬ জন। তারা হলেন কুড়িগ্রামের গঙ্গারহাট ফুলবাড়ীর উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের মহসিন আলীর ছেলে মোঃ আশরাফুল আলম (৩৭), মোঃ মিজানুর রহমান (৩১), নূর ইসলামের মেয়ে ফেরোজা খাতুন (৩১), আবু সিদ্দিকের মেয়ে শিউলী বেগম (২৫), আশরাফুল ইসলামের ছেলে মোঃ শিমুল হাসান (১২), মোঃ শাকিল ইসলাম (৭), মিজানুর রহমানের মেয়ে মনালিসা আক্তার (১০), রমজান আলীর ছেলে মোঃ সবেদুল ইসলাম (৪৭), তার ছেলে মোঃ ফেরদৌস (১৭), মোঃ ফিরোজ (০৮), মোঃ ফারুক (০৭), ও মোঃ মারুফ (৩) এবং মৃতঃ মজিবুর রহমানের মেয়ে, ফেরোজা বেগম (৩৬)।
কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার বিষয়টি নিশ্চিত করে জানান সীমান্ত থেকে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।