বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে বিএসএফের পুশইন

  • প্রকাশের সময় : ১২/০৬/২০২৫ ১২:২৩:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
33

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১১ জুন) দিবাগত মধ্যরাত ও বৃহস্পতিবার (১২ জুন) ভোরে তাদেরকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়।


জানা গেছে, সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর বিওপি দিয়ে ১৭ জন, মিনাটিলা বিওপি ২৩ জন, কোম্পানিগঞ্জে কালাইরাগ বিওপি ১৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশইন করা হয়েছে। ৭০ জনের মধ্যে পুরুষ ২২ জন, নারী ১৮ জন এবং শিশু ৩০ জন।

জৈন্তাপুরের শ্রীপুর বিওপি দুই পরিবারের ১৭ জনকে আটক করেছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী এবং ৯ জন শিশু রয়েছে। এই পরিবারগুলো সদস্যদের মধ্যে ৭ জনের বাড়ি কুড়িগ্রামে এবং ১০ জনের বাড়ি লালমনিরহাটে।

মিনাটিলা বিওপি সদস্যরা আটক করেছে চার পরিবারের ২৩ জনকে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, সাতজন নারী ও সাত শিশু। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

কোম্পানিগঞ্জের কালাইরাগ বিওপি এলাকায় দুই পরিবারের ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও ছয়জন শিশু রয়েছে। এদের সবার বাড়িও একই জেলায়।

অন্যদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপি অধীনে ছনবাড়ী সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও আটজন শিশু রয়েছে। এদের প্রত্যেকের বাড়ি লালমনিরহাটে।

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক কালবেলাকে বিষয়টি করে বলেন, সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি