বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

  • প্রকাশের সময় : ১২/০৬/২০২৫ ০৩:০৯:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
31

সিলেটের উপজেলা বিএনপির এক সাধারণ সম্পাদককে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার (১১ জুন) তাকে বহিস্কার করা হয়। বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


বহিস্কৃত নেতা কোহিনুর আহমদ দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। 


কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ’দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।


প্রসঙ্গত, মঙ্গলবার দক্ষিণ সুরমার সিলামে একটি হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতা কোহিনুর আহমদ বহিরাগতদের দিয়ে এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠে।



 



সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি