বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

ছাতকে দুইপক্ষের সংঘর্ষে, আহত ১০

  • প্রকাশের সময় : ১১/০৬/২০২৫ ০৭:৪২:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
23

ছাতকে ফেইসবুকে কটুক্তি করে স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  ১০ ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার  উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে আমেরতল গ্রামের ফয়জুল হক ও তোতা মিয়া পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলমান।  


পুর্ব বিরোধের জের ধরে  তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার  দুই পক্ষের ছেলেরা একেক পক্ষকে কটুক্তি করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে সংঘর্ষের সুত্রপাত ঘটেছে। 


দেশীয় অস্ত্র নিয়ে প্রায় আধাঘন্টা ব্যাপী সংঘর্ষে দুইপক্ষের  ১০ ব্যাক্তি আহত হয়েছেন। গুরতর আহত জলাল মিয়া, ফয়জুল হক, সিরাজুল  হক,আশিকুল ও জিল্লুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অন্যান্য আহতরা কৈতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন তালুকদার ও আজাদ মিয়া সংঘর্ষের বিষয়ে জানান, দুইপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।বিরোধ নিয়ে একাধিক সালিশ বৈঠক ও হয়েছে। বুধবার 

তাদের পুর্ব বিরোধের জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি