বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

জাফলংয়ে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

  • প্রকাশের সময় : ১১/০৬/২০২৫ ০৫:২২:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : সংগৃহীত
Share
37

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বেলা ৩টার দিকে  জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত মো. মাহিম (১৬) চট্টগ্রামের বায়োজিদ থানার শহীদপাড়া এলাকার মো. জামিল মিয়ার ছেলে।


জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানিয়েছেন বুধবার মাহিমসহ ৪০ জনের একটি টিম বড় বাসে করে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে মাহিমসহ বাসের কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নামলে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। 


পরে স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে।


আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি