বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বালাগঞ্জের নেতৃত্বে শুভ-চয়ন

  • প্রকাশের সময় : ১১/০৬/২০২৫ ১১:৩৪:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
27

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত বালাগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন 'পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বালাগঞ্জ'র (পিইউএসএ,বি) ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।


এতে সভাপতি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নাঈম আহমদ শুভ ও সাধারণ সম্পাদক হিসেবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী হাবিবুর রহমান চয়ন মনোনীত হয়েছেন।


মঙ্গলবার (১০ জুন) দুপুরে বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ (ডিএন) উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে সংগঠন কর্তৃক আয়োজিত 'নবীন বরণ ও নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা' অনুষ্ঠানে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ২য় কার্যনির্বাহী কমিটির সভাপতি আশরাফুল আলম ইমন, সাধারণ সম্পাদক দেবব্রত ধর অপু ও অর্থ সম্পাদক মির্জা মো. জামান প্রমুখ। 


কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি -সানজিদা নওরীন সুবর্ণা (শাবিপ্রবি), দীপিকা রানী নাথ (বুয়েট), আফছার আহমদ (জবি), তৌওশিতা তাসনিম ঐশি (সিকৃবি), চন্দ্রিমা ভৌমিক পূজা (সিকৃবি)।


সাংগঠনিক সম্পাদক হিসেবে পায়েল আহমেদ (শাবিপ্রবি), অর্থ সম্পাদক তাসনিম হক আঁখি (জাবিপ্রবি), দপ্তর সম্পাদক নাইমুর রহমান তারেক (শাবিপ্রবি), প্রচার সম্পাদক সাকিব নূর (সিইক), ড্রাফটিং অ্যান্ড প্রকাশনা সম্পাদক নয়ন দেবনাথ প্রান্ত (শাবিপ্রবি), তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক শিহাবুল আলম সায়মন (চবি), সাংস্কৃতিক সম্পাদক জামিল হোসাইন নাহিন (জবি), শিক্ষা সম্পাদক নাবিহা সুন্না আমিনা (সিকৃবি), সমাজকল্যাণ সম্পাদক জামিল আহমেদ হাদি (শাবিপ্রবি), সহ-সমাজকল্যাণ সম্পাদক নাঈমুর রহমান তারেক (শাবিপ্রবি)।


এছাড়া ক্যাম্পাস এক্সিকিউটিভ হিসেবে মনোনীত হয়েছেন তানিয়া স্মৃতি (সিইক), ইতিলা দাস তিথী ( শাবিপ্রবি), আব্দুল বাছিত (শাবিপ্রবি), মাহবুবা বেগম মিতা (সিকৃবি), কফিল আহমেদ (শাবিপ্রবি), নাহিদ আহমেদ (সিওমেক), সুমি রানী পাল (শাবিপ্রবি), কামিল হোসাইন (হাবিপ্রবি), হাফিজুর রহমান অয়ন (জাবি), শিপন আহমদ (সিওমেক), পূজা রানী নাথ (নোবিপ্রবি), কাকন দাস (শসৈনইমেক), মুরাদ আহমেদ (চামেক), জুনায়েদ আহমেদ তালুকদার (সিইক), রাজলক্ষী চক্রবর্তী পৃথা(সিইক), অনুজ্যাুতি দাস অহন (শাবিপ্রবি)।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি