সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কাউয়ুম উল্লাসের বড় ভাই ও জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আব্দুল মালিক আর আমাদের মাঝে নেই। ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
১ জুন মঙ্গলবার রাত ১০টায়ও তিনি ফেসবুক সরব ছিলেন 'কবর'নিয়ে পোস্টও করেছেন এর টিক দুই ঘন্টার মাথায় তিনি নিজেই ঢলে পড়লেলেন মৃত্যুর কোলে।
আজ বুধবার (১১জুন) রাত ১২:১০ মিনিটে সিলেট নর্থ-ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।।