আগামী ১১ জুন রোজ বুধবার জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে বাঘা সোনাপুর বাজার হাবিব কনফারেন্স হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে সামনে রেখে ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে ইউনিট প্রতিনিধিদের দাওয়াতি কাজ চলছে।
উক্ত দাওয়াত কাজে উপস্থিত আছেন জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জুয়েল, সাবেক ছাত্রনেতা শাহ আদনান, যুব জমিয়ত সভাপতি হাফিজ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শাহিদুর রহমান, সাবেক ছাত্রনেতা মাওলানা এমাদুল হক, ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ কবির আহমদ ও সাধারণ সম্পাদক হাফিজ খুবায়েব আহমদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম ইংল্যান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ হিফজুল করিম মাসুক। এছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।