রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগ ও অন্য বিভাগের ছয় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেটে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
মঙ্গলবার (১০ জুন) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় সারাদেশে কমেছে বৃষ্টি। তবে চলতি সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহসহ কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে।