বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

ধর্মপাশায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে কারাগারে যুবক

  • প্রকাশের সময় : ০৯/০৬/২০২৫ ০৮:৫৮:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
9

সুনামগঞ্জের ধর্মপাশায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীকে উত্ত্যক্ত করবার অভিযোগে আলিফ মিয়া (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 


গতকাল রোববার (৮ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের ভেতর থাকা মেয়েটির বাসায় গিয়ে উত্ত্যক্ত করার সময় তাকে আটক করা হয়। 


বখাটে আলিফ উপজেলা সদর ইউনিয়নের আবুয়ারচর গ্রামের মৃত এনামুল হকের ছেলে। 


লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটি স্থানীয় জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী, সে স্কুলে আসা-যাওয়ার পথে আলিফ তাকে উত্ত্যক্ত করতো, এক সময় মেয়েটি তার বাবাকে বিষয়টি জানায়, মেয়েটির বাবা উত্ত্যক্তকারী আলিফকে একাধিক বার বাধা নিষেধ করলেও তা না শুনে উল্টো মেয়ের বাবাকে হুমকি-ধামকি প্রদর্শন করে। স্কুলটি ঈদের বন্ধ থাকায় মেয়েটি বাসায় ছিল। ওইদিন বিকেলে মেয়েটির বাসায় গিয়ে উত্ত্যক্ত শুরু করে আলিফ। বিষয়টি মেয়ের বাবাকে জানালে ছেলেটির সাথে মেয়ের বাবার কথা কাটাকাটি হয়। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 


মেয়েটির বাবা জানান, আমার মেয়েকে উত্ত্যক্ত করে বিষয়টি জেনে বেশ কয়েকবার বাধা নিষেধ করেছি, একপর্যায়ে সে ও তার বন্ধুরা মিলে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। পরে জেনেছি সে একজন মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। গতকাল সে আমার বাসায় গিয়ে আমার মেয়েকে শ্লীলতাহানির মতো ঘটনা ঘটিয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। 


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, স্কুল ও প্রাইভেটে আসা যাওয়ার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করতো, একপর্যায়ে মেয়েটির বাসায় গিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সোমবার সকালে আলিফকে আদালতের মধ্যে কারাগারে পাঠানোর হয়েছে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি