বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

সাদাপাথরে পানিতে ডুবে পর্যটক নিহত

  • প্রকাশের সময় : ০৯/০৬/২০২৫ ০৫:৩৮:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: ঘটনাস্থল পরিদর্শনে কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ আরও অনেকেই।
Share
45

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে ইমন (১৬) নামে এক পর্যটক নিহত হয়েছেন।


সোমবার(৯জুন) দুপুর ২টার দিকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে।


নিহত ইমন সিলেট সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের লালাদিঘীর পাড় এলাকার জামাল মিয়ার ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জে দায়িত্বপ্রাপ্ত ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর অভিরঞ্জন দেব।


স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ইমন তার কয়েকজন বন্ধুর সাথে সাদাপাথরে গোসল করতে নেমেছিলেন।এসময় পানির প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। পরে সেখানে উপস্থিত তার সঙ্গীসহ আরও কয়েকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শী এবং ইমনকে উদ্ধারকারী জাহাঙ্গীর আহমদ ও শিপন বলেন, আমরা সাঁতার কাটছিলাম। এসময় ৭-৮জনের একটি দল দেখি সাঁতার কেটে মধ্যখানে চলে যায়। তাদের মধ্যে একটি ছেলে পানিতে তলিয়ে যায়। প্রথমে নৌকা দিয়ে খুঁজি।কিন্তু পাওয়া যায়নি। পরে সবাই মিলে ডুব দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।


এদিকে, এই ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুনন্নাহার।


এসময় তিনি বলেন,আমাদের গ্রাম পুলিশের লোকজন বার বার মাইকিং করে সতর্ক করছে যারা সাঁতার না জানেন তারা পানিতে ঝাপ না দেয়ার জন্য। কিন্ত যে পর্যটক মারা গেছে জানতে পেরেছি সে সাঁতার জানতো না এবং ঝাপ না দিতে এখানকার দায়িত্বরত বিজিবি তাকে না করেছিলেন। সে কথা শুনেনি।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি