সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলি এলাকার একটি আবাসিকে হোটেলে প্রতিবন্ধী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। কদমতলি এলাকার যমুনা মার্কেটের ডায়মন্ড আবাসিক হোটেলে ঈদের দিন (শনিবার- ৭ জুন) রাতে গণধর্ষণের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ওই হোটেলের ম্যানেজার ও নাইট গার্ডকে আটক করেছে।
আটকরা হলেন- হোটেলের ম্যানেজার লুৎফুর রহমান (৪৫) ও নাইট গার্ড খিজির আহমদ (৩৫)।
গণধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণীর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
কদমতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সুমন চক্রবর্তী জানান- সহজ-সরল প্রতিবন্ধী ওই তরুণীকে কদমতলি এলাকায় একা পেয়ে তাকে ফুসলিয়ে ডায়মন্ড হোটেলে নিয়ে যাওয়া হয়। পরে শনিবার রাতে তাকে হোটেলের ম্যানেজারসহ ৫ জন ধর্ষণ করে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ম্যানেজার ও নাইট গার্ডকে আটক করা হয়। বাকিদের ধরতে অভিযান চালছে।
ওসি জানান- ভিকটিম বর্তমানে ওসমানী হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছেন।