"ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ- এ কথা সবাই মানলেও প্রবাসীদের জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া যায় না। প্রবাসের ঈদ মানেই ভিন্ন এক অনুভূতি।হাজার মাইল দূরে বসবাস করেও দেশে থাকা প্রিয়জনদের স্মৃতি যেন ঈদের সকালে আরও বেশি করে তাড়া করে প্রবাসীদের।
বহু প্রবাসীর ঈদের দিনেও ছুটির সুযোগ পান না। কর্মক্ষেত্রেই কাটে ঈদের সকাল, নামাজ হয়তো আদায়ই করা হয় না জামাতে। চারপাশে থাকে না কোন আপনজন, কোলাকুলি থাকলেও নেই উষ্ণতা, থাকে শুধু দায়িত্ব আর দূরত্ব। ভিডিও কলেই মায়ের চোখে পানি,স্ত্রী, সন্তানের মুখে হাসি খোঁজেন তারা। এ এক নিঃসঙ্গ ঈদ, ত্যাগ আর অপেক্ষার ঈদ।
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আজ শুক্রবার (৬ জুন) বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। পশু কোরবানির মধ্য দিয়ে দিনটিতে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
সকাল ১০ঘটিকা কানাডার টরন্টোর ডেন্টোনিয়া পার্কে পবিত্র ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়। ড্যানফোর্থ ইসলামিক সেন্টার (ডিআইসি) এর আয়োজনে টরেন্টোসহ আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লিরা এসে যোগ দেন এই বিশাল ঈদ জামায়াতে।
ডেন্টেনিয়া পার্কে ঈদ জামায়াত পূর্ব অনুষ্ঠানে যোগ দিয়ে মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান কানাডার কমিউনিটি নেতৃবৃন্দ।
গত ষোল বছর ধরে এই মাঠে পবিত্র ঈদের জামায়াত অনুষ্ঠিত হচ্ছে। প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা শরিক হন এই ঈদ জামায়াতে। পুরুষদের পাশাপাশি মহিলাদের নামাজের ব্যবস্থা রাখা হয় এই ঈদ জামাতে। এই ঈদের জামায়াতে প্রায় বিশ হাজার হাজার মুসল্লি শরীক হন বলে জানান উপস্থিত মুসল্লিরা।
নামাজে সারা বিশ্বের মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে সোহার্দ্য বিনিময় করেন ধর্মপ্রাণ মুসলমানরা।