বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

সিলেটে স্ত্রীর মামলার স্বামী কারাগারে

  • প্রকাশের সময় : ০৬/০৬/২০২৫ ০৩:১৭:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
96

সিলেটে স্ত্রীর দায়ের করা মামলায় সুহেল মিয়া নামের এক স্বামীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাটিয়েছে আদালত।


বুধবার (৪জুন) আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


সুহেল মিয়া নবীগঞ্জের শেরপুর পাওয়ার প্লান্ট বিবিয়ানা দক্ষিণ বিদ্যুৎ কেন্দ্রের লাইনম্যান (বি)। তিনি সিলেট জালালাবাদ থানার নোয়া খুরুমখরা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। স্ত্রীর দেয়া মামলায় স্বামী সুহেল পলাতক ছিলেন।


স্ত্রী জানান, ইসলামি সরিয়াহ মোতাবেক স্বামী সুহেলের সাথে বিবাহ হয় ও তাদের উপযুক্ত দুটি ছেলে মেয়ে রয়েছে। কিন্তু বিবাহের পর থেকে স্বামী তাকে অমানবিক নির্যাতন শুরু করে। স্ত্রীকে যৌতুকের জন্য বার বার চাপ সৃষ্টি করে। স্ত্রী অনেকবার পিত্রালয়ে ভাই বোনদের কাছ থেকে যৌতুকের দাবিকৃত টাকা এনে স্বামীকে দিয়েছেন। তারপরও বন্ধ করেনি নির্যাতন।


তিনি আরও জানান, সুহেল চরিত্রহীন থাকায় একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক রয়েছে। এমনকি ঘটনাক্রমে ঘরে স্ত্রী সন্তান রেখে ২য় বিবাহ করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও করেছেন। ইতিপূর্বে স্ত্রীর দেয়া মামলায় স্বামী সুহেল জেলও খেটেছে। তারপরও সে পরিবর্তন হয়নি। গত ২৯ জানুয়ারি পূণরায় যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে। নিরুপায় হয়ে স্ত্রী নারী ও শিশু নির্যাতন আইনে সিলেট আদালতে একটি মামলা দায়ের করেন, (মামলা নং-৬০/২৫ইং)। সেই মামলায় স্বামী সুহেলের বিরুদ্ধে পরোওয়ানা জারি করে আদালত। অবশেষে আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি