বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

সিলেটবাসীকে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ঈদের শুভেচ্ছা

  • প্রকাশের সময় : ০৬/০৬/২০২৫ ০৩:৫২:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
20

মেক্সিকোতে নিযুক্ত সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সিলেটবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগই হচ্ছে পবিত্র ঈদুল আযহার মাহাত্ম্য। পশু কোরবানি মূলত প্রতীকী, প্রকৃত অর্থে অন্তরের পশুত্বকে কোরবানি দিতে পারাই হচ্ছে ঈদুল আযহার শিক্ষা।


তিনি আরো বলেন, চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর এটাই প্রথম কোরবানির ঈদ। আমাদের তরুণদের সর্বোচ্চ ত‍্যাগ ও  আত্মদানের মাধ্যমে মুক্ত পরিবেশে উদ্‌যাপিত হবে  এবারের পবিত্র ঈদুল আযহা। এই উৎসবে আমরা যেনো স্মরণে রাখি জুলাইয়ের শহীদ ও আহত পঙ্গুত্ববরণকারীদের।


রাষ্ট্রদূত সিলেটবাসীর প্রতি চিরায়ত শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি সবাইকে জানান ঈদ মোবারক।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি