গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ৫ শহীদ পরিবারের মধ্যে সঞ্চয়পত্র প্রদান করা হয়। কাগজপত্র জটিলতা থাকায় আরও ২ শহীদ পরিবারের মধ্যে পরবর্তীতে সঞ্চয়পত্র প্রদান করা হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
এসময় শহীদ ৭ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্র, ঈদ উপহার সামগ্রী ও নগদ টাকা তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল মাহমুদ ফুয়াদ।