বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

কানাইঘাটে শিহাব হত্যাকান্ড: দুই আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৫/০৬/২০২৫ ০১:৩৪:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
20

সিলেটের কানাইঘাটে শ্রমিক নেতা ও ব্যবসায়ী শিহাব উদ্দিন (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামী শিব্বির আহমদ ও কামাল আহমদকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। এদের মধ্যে শিব্বিরকে ফরিদপুর থেকে ও কামালকে সিলেট নগরীর শিবগঞ্জ থেকে গ্রেফতার করা হয় বলে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আউয়াল জানিয়েছেন।


তিনি জানান, শিহাব হত্যাকান্ডের পর এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামীরা কানাইঘাটের বাইরে গিয়ে গা-ঢাকা দেয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান সনাক্ত করে তাদের কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

উল্লখ্য, এই হত্যাকাণ্ডটি ২৭ মে ২০২৫ তারিখে রাতে রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার গ্রামে ঘটে।  শিহাব উদ্দিন স'মিলের পাশে ইট আনলোড করার সময় ৪-৫ জন দুর্বৃত্ত তার উপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী হেপী বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।  নাম উল্লেখিত আসামিরা হলেন: খালোপার গ্রামের ইসলাম উদ্দিন (বগলাই) এর ছেলে শিব্বির আহমদ (২৭), মোঃ শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩), কামাল আহমদ (৩৯) এবং মৃত আনফর আলীর ছেলে লুৎফুর রহমান (৪৮)  ।

হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া গেছে।  এর আগে পুলিশ  তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সর্বশেষ ৪ জুন উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ঈদের আগে আসামিদের গ্রেফতারের দাবি জানান।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি