বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

ঈদের বাকি ২ দিন, সিলেটে জমে উঠেছে পশুর হাট

  • প্রকাশের সময় : ০৫/০৬/২০২৫ ০৮:৩০:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
32

পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র দুই দিন। আর এই দুই দিন হাতে থাকতেই জমে উঠেছে সিলেটের কুরবানির পশুর হাটগুলো। গতবারের তুলনায় এ বছর দেশী গরু বিক্রি করে লাভের স্বপন দেখছেন খামার মালিকরা।


বুধবার (৪ জুন) সিলেট নগরের সবচেয়ে বড় পশুর হাট কাজিরবাজার ঘুরে দেখা যায় এ বছর দেশের বিভিন্ন জায়গা থেকে বড় ও মাঝারি আকারের গরু নিয়ে এসেছেন খামারীরা যেখানে বিক্রি করতে অপেক্ষায় আছেন ক্রেতাদের। 

সরেজমিনে কাজিরবাজার ঘুরে দেখা যায়, গরু ছাগলের পাশাপাশি সিলেটের মৌলভীবাজার থেকে দুইটি নজড়কাড়া মহিষ নিয়ে এসেছেন খামারী মোয়াজ্জেম আহমেদ। যেগুলোর নাম দিয়েছেন ব্লাক ডায়মন্ড আর পিংক ডায়মন্ড। গায়ের রঙের সাথে মিল রেখে নাম দেয়া মহিষ গুলো ইতিমধ্যে সিলেট জুড়ে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। যাদের দেখতে শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ ভীড় করছেন। 

গরুর মালিক মোয়াজ্জেম আহমেদ  বলেন, মৌলভীবাজারের আরকে ডেইরি ফার্ম থেকে আমরা এই দুইটি মহিষ নিয়ে এসেছি অনেকেই দামাদামি করছেন তবে এখনো প্রাপ্য দাম পাইনি । পেলে ছেড়ে দেবো। প্রতিদিন এই মহিষ দুইটি দেখতে নানা বয়সী মানুষ ভীড় জমান।

গরু কিনতে আসা রহিম চৌধুরী নামের এক ক্রেতা বলেন, এ বছর দেশী গরুর দাম তুলনামূলক ভাবে একটু বেশি । আমি একটি গরু কেনার জন্য ছেলেদের নিয়ে এসেছি । যদি দাম ধরে পোষায় তাহলে এখান থেকে কিনতে পারি। 


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি