বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জ ছাতকে দুইটি অংশ সুরমা নদীর ভাঙ্গনের কবলে

  • প্রকাশের সময় : ০৪/০৬/২০২৫ ১০:২৭:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
14

ছাতকে সুরমা নদীর  ভাঙ্গনের  ঝুঁকিতে পড়েছে ছাতক - আন্ধারীগাঁও ভায়া সুনামগঞ্জ সড়ক। সড়কের  মল্লিকপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাজারের পাশে শুরু হয়েছে তীব্র ভাঙ্গন। যা গত তিন চার দিনের ভাঙ্গনের ফলে সড়কের পাকা পর্যন্ত এসে গেছে ভাঙ্গন। এছাড়া মাছুখালী ব্রীজের এপ্রোচের পশ্চিমাংশ ভেঙ্গে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। যে কোন সময় সড়কটি ভেঙ্গে সুরমা নদীতে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। 


এ সড়কের মল্লিকপুর ও মাছুখালী অংশের নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। স্থানীয় বাসিন্দারা  ও সড়কে চলাচলকারী লোকজন  সড়কের ভাঙ্গন এলাকা সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। 


২০২২ সালের বন্যায় এ সড়কটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে  সংস্কার কাজ শুরু হয় ২০২৪ সালের শেষার্ধে। এল জি ই ডি"র বাস্তবায়নে মেরামত কাজ চলমান থাকা অবস্থায়ই দেখা দিয়েছে নদী ভাঙ্গন। যেনো বিপদ পিছু ছাড়ছেই ছাতক-আন্ধারীগাঁও ভায়া সুনামগঞ্জ সড়কটির। এদিকে নতুন সংস্কার কাজের বিভিন্ন অংশেও ফাটল সৃষ্টি হয়েছে এবং ধ্বসে যাচ্ছে।


ছাতক উপজেলা প্রকৌশলী মো.রফিকুল ইসলাম এ ব্যাপারে জানান,সড়কের মল্লিকপুর ও মাছুখালী অংশের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করা হয়েছে। অতি দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি