বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

গোলাপগঞ্জে মা ও শিশুর সহায়তা কর্মসূচির উপজেলা কমিটির প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : ০৪/০৬/২০২৫ ০৫:১৭:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
40

সিলেটের গোলাপগঞ্জে মা ও শিশুর সহায়তা কর্মসূচির ‌‘বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪’ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (০৪ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফয়সাল মাহমুদ ফুয়াদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খাদিজা খাতুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার।


এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন, প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, সমাজসেবা অফিসার নুরুল হক, অগ্রণী ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক সতিকা চন্দ্র দাস, স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল হান্নান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেসমিন বেগম প্রমুখ।


কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ অংশ নেন।


এসময় মা ও শিশুর সহায়তা কর্মসূচির ‌‘বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪’র পটভূমি, কর্মসূচির উদ্দেশ্য, পরিধি, অগ্রাধিকার শর্তাবলী, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া, প্রসবপূর্বসেবা, প্রসবপরবর্তী সেবা, মনিটরিংসহ ‘বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪’ সর্ম্পকে প্রশিক্ষণ প্রদান করা হয়।


সিলেট প্রতিদিন / এসএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি