বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

সিলামে আদর্শ উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, সংস্কার দাবী

  • প্রকাশের সময় : ০৩/০৬/২০২৫ ১১:৫০:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
36

দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের তেলিপাড়া মোল্লার দোকান হইতে আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায পুরো রাস্তায় বড় বড় গর্তের কারণে বৃষ্টির পানি জমে ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। এতে করে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 


স্থানীয়রা জানান, তেলিপাড়া মোল্লার দোকান হইতে আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুর পর্যন্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন স্থানীয় মসজিদে মুসল্লী, আদর্শ উচ্চ বিদ্যালয় ও রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আশপাশ এলাকার শত শত মানুষ যাতায়াত করে থাকেন। রাস্তাটি দীর্ঘ প্রায় দশ বছর থেকে সংস্কার না হওয়ার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ওই রাস্তা দিয়ে চলাচলকারীদের মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। 


এলাকাবাসী জানান, তেলিয়াপাড়ার ভেতরে রাস্তার দুপাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে ভিটুমিনের রাস্তা দ্রুত নষ্ট হয়ে যায়। তাদের দাবী, গ্রামের ভেতরের রাস্তাটি আরসিসি ঢালাই করে দিতে হবে। না হলে রাস্তাটি বারবার মেরামত করে দিলেও কোন কাজে আসবে না।


জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কারে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি