ছাতকে বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে বজ্রপাতে মারা যায় কাওছার আহমদ (১৭)।
সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের ঠেংগারগাঁও গ্রামের দুলাল মিয়ার পুত্র।
স্থানীয় সুত্রে জানাগেছে,ঠেংগারগাঁও গ্রামের দুলাল মিয়ার পুত্র কাওছার আহমদ গ্রাম সংলগ্ন নাইন্দা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয় বাসিন্দা, ইউপি সদস্য আবুল খায়ের বজ্রপাতে একজনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন,ব্জ্রপাতে আহত কাওছার আহমদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন ।