বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময় : ৩১/০৫/২০২৫ ০৩:৫৫:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
23

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৩১মে) বেলা ১১টায় টুকের বাজারস্থ ইসলামপুর কমিউনিটি সেন্টারে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।


কোম্পানীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  রুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ বদরুল আলম।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম,  উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলার সহ সভাপতি সাজিদুল হক, সাধারণ সম্পাদক মুহিব উল্লাহ, , সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহসভাপতি নিপেন্দ্র নাথ বর্ম, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, অগ্রগামী কিন্ডারগার্টেনের সভাপতি ইকবাল হোসেন, টার্গেট ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের পরিচালক রাইসুল ইসলাম রাজন প্রমুখ। 


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এমন সংবর্ধনা তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি