বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

ছাতক থানা পুলিশের অভিযানে, ২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : ৩১/০৫/২০২৫ ০৩:৪০:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
23

ছাতকে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক সজিব মিয়া (২৩)  হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার  শিমুলঘর গ্রামের  হেবজু মিয়ার পুত্র।


শুক্রবার (৩০মে)রাত ছাতক পৌর সভার রওশন কমপ্লেক্সের  কাছে ছাতক-সিলেট সড়কে অবস্থানকালে তাকে আটক করেন ছাতক থানার এস আই মোঃ সিকান্দর আলী। তার কাছ থেকে একটি শপিং ব্যাগে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজার মুল্য  ৩০  হাজার টাকা।


ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ,একজন গাঁজা ব্যবসায়ীকে আটকের বিষয় নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ছাতক থানার এস আই মোঃ সিকান্দর আলী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি