বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
চেয়ারম্যান পদে ১৫৯ ভোটে হেরে মামলা

সাড়ে তিন বছর পর আদালতে ৭৮ ভোটে বিজয়ী বিএনপি নেতা হাসান

  • প্রকাশের সময় : ৩০/০৫/২০২৫ ০৯:৫৯:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
21

সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট পুনর্গণনা শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ ৭৮ ভোটে বিজয়ী হয়েছেন। নির্বাচনের প্রায় সাড়ে তিন বছর পর বৃহস্পতিবার সিলেট নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক নবনীতা গুহ এ রায় ঘোষণা করেন।


জানাগেছে, ২০২২ সালের ৫ জানুয়ারী জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আফতাব আহমদ ৩ হাজার ১৩৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হাসান আহমদ চশমা প্রতীকে ২ হাজার ৯৭৮টি ভোট পান। ঘোষিত ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হাসান আহমদ ১৫৯ ভোটে পরাজিত হন নৌকা প্রতীকের প্রার্থী আফতাব আহমদের কাছে।


কিন্তু ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক বিএনপি নেতা পরাজিত প্রার্থী হাসান আহমদ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে তাঁকে পরাজিত করা ও ভোট গণনায় অনিয়ম কারচুপি করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন। ওই বছর স্বতন্ত্র প্রার্থী হাসান আহমদ নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত সিলেটে ৭ কেন্দ্রের ভোট পুনর্গণনা চেয়ে মামলা ঠুকে দিয়েছিলেন। নির্বাচনী ওই মামলা দীর্ঘদিন পরিচালনা শেষে উভয়পক্ষের আইনজীবীর উপস্থিতিতে আদালত প্রকাশ্যে ওই ইউপির ৯ ভোটকেন্দ্রের মধ্যে ৮ টি ভোটকেন্দ্রের ব্যালটপেপার পুনর্গণনা করেন।


তবে একটি কেন্দ্রের ব্যালটপেপার আদালতে পৌঁছেনি। ৮ ভোটকেন্দের ব্যালটপেপার গণনায় স্বতন্ত্র প্রার্থী হাসান আহমদ ৭৮ ভোট বেশি পান। এরপর যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায় হাসান আহমদকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করে রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক নবনীতা গুহ। 


আদালতের রায়ে নবনির্বাচিত চেয়ারম্যান হাসান আহমদ এক প্রতিক্রিয়ায় বলেন, জনগণের ভোটে তিনি বিজয়ী হলেও দলীয় প্রভাব ও ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা  অনৈতিক সুবিধা নিয়ে তাঁকে পরাজিত দেখিয়েছিলেন। কিন্তু আদালতে তিনি ন্যায় বিচার পেয়েছেন। এ বিজয় তাঁর ভোটারসহ সকল নাগরিকদের। রায়ে তিনি সন্তুষ্ট।


তবে এ প্রসঙ্গে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান আফতাব আহমদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি