বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

শান্তিগঞ্জে মাছ ধরার অবৈধ সরঞ্জাম ধ্বংস

  • প্রকাশের সময় : ২৬/০৫/২০২৫ ০৪:০৪:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
24

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে মাছ ধরার অবৈধ সরঞ্জাম কিরণমালা ধংস করা হয়েছে। 


সোমবার(২৬ মে) সকালে উপজেলার দেখার হাওরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাছ ধরার অবৈধ সরঞ্জাম ৯শতটি কিরণমালা জব্দ করা হয়৷ এরপর শান্তিগঞ্জের সিলেট- সুনামগঞ্জ মহাসড়কের পাশে এনে সেগুলো ধ্বংস করে দেয়া হয়৷ মাছের বংশবৃদ্ধি বিস্তারে জেলা প্রশাসকের নির্দেশনায় এমন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 


উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে মাছ মারার অবৈধ কিরণমালা জব্দের পর ধ্বংস করা হয়েছে৷ মাছের বংশবৃদ্ধি বিস্তারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে৷ যাদের কিরণমালা ধ্বংস করা হয়েছে আমরা তাদের ক্ষতিপূরণ দেয়ার জন্য উপজেলায় আসতে বলেছি। পাশাপাশি বিকল্প পেশায় তাদেএ উদ্বুদ্ধ করা হবে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি