বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

২১ আগস্ট গ্রেনেড হামলা: খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার

  • প্রকাশের সময় : ২৬/০৫/২০২৫ ১১:২১:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
31

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি  মঙ্গলবার অনুষ্ঠিত হবে।


 সোমবার (২৬ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ শুনানির দিন ধার্য করেন।


এর আগে গত ১৫ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ শুনানি ২৬ মে পর্যন্ত মুলতবি করেছিলেন। আজ সোমবার রাষ্ট্রপক্ষের করা দুটি লিভ টু আপিল আদালতের কার্যতালিকায় প্রথম ক্রমিকে ওঠে।


আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। তিনি প্রথম আলোকে বলেন, ‘লিভ টু আপিল শোনা হচ্ছে। প্রধান বিচারপতি আজ আদালতে উপস্থিত না থাকায় শুনানি আগামীকালের জন্য রাখা হয়েছে।’


২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনাসহ বহু নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।
  


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি