বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

সিলেটের তিন সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন

  • প্রকাশের সময় : ২৫/০৫/২০২৫ ০৪:২৯:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
68

সিলেটের তিনটি সীমান্ত দিয়ে নতুন করে ১৫৩ জনকে পুশইন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।


শনিবার (২৪ মে) গভীর রাত থেকে রোববার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত তাদেরকে পুশইন করা হয়।


এদের মধ্যে বিয়ানীবাজারের বড়লেখার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে বাংলাদেশে পাঠানো হয়।


বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। আটকদের পরিচয় শনাক্তের কাজ চলছে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি