বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

শিশুসহ ২১ নারী-পুরুষকে পুশইন করলো বিএসএফ

  • প্রকাশের সময় : ২৪/০৫/২০২৫ ০৭:২৩:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
46

সিলেটের কানাইঘাট উপজেলার সনাতন পুঞ্জি এলাকা দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।


শনিবার (২৪মে) সীমান্তবর্তী সনাতনপুঞ্জি এলাকা থেকে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল।


আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ ৪ জন নারী ও ৫ জন শিশু।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা  দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।


এব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। তারই অংশ হিসেবে সকালে সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১ জনকে আটক করে বিজিবি। যাদেরকে পুশইন করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


এব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, ২১জন আটকের কথা আমাদেরকে জানানো হয়েছে। তবে থানায় কাউকে এখনো হস্তান্তর করা হয়নি।


এর আগে চলতি মাসের ১৪ মে একই উপজেলার আটগ্রাম সিমান্ত দিয়ে ১৬ জনকে পুশ-ইন করে বিএসএফ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি