বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

ছাতকে ৩৯৮ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আ ট ক

  • প্রকাশের সময় : ২৪/০৫/২০২৫ ১২:১৮:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
33

ছাতকে সেনাবাহিনীর অভিযানে  দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকের পর দুইজনকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী।


শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৯ টার দিকে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মো. লায়েক (৩৫) ও মো. তারেক রহমান (৩৭) কে আটক করে সেনাবাহিনীর একটি টহল টিম।


জানা যায়, এএসইউ এবং এফআইইউ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৭ ইবি-ছাতক উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ফারাবি বিন আলীর নেতৃত্বে সেনাবাহিনীর টহল টিম  ছাতক বাজার বাস স্ট্যান্ড এলাকা থেকে ইয়াবা বিক্রি কালে এ দুইজনকে হাতে- নাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল, তিন টি ইয়াবার প্যাকেট উদ্ধার করে জব্দ করা হয়েছে।


আটক ইয়াবা ব্যবসায়ী মো. লায়েক কালারুকা ইউনিয়নের শিমুল লতলা গ্রামের সমসুল ইসলামের পুত্র। মো. তারেক রহমান একই ইউনিয়নের হরিষপুর গ্রামের আবাব মিয়ার পুত্র। 


পরে আটক দুই মাদক ব্যবসায়ীকে ছাতক থানায় সোপর্দ করা হয়েছে।


ছাতক থানার এস আই মঞ্জুরুল ইসলাম নয়ন আটক দুইজনকে সেনাবাহিনীর ক্যাম্প থেকে থানায় নিয়ে যান।


ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ জানান, আটক দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সিলেট প্রতিদিন / এসএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি