৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমের কাছে পাঠানোএক বিবৃতিতে এ তথ্য জানায় আইএসপিআর।
আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন (স্ত্রী ও শিশু) সহ সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল।
তাদের মধ্যে সিলেটের যারা ছিলেন:
সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ আনোয়ারুজামান চৌধুরী, সাবেক ডিআইজি মো. জাকির হোসেন খান, সাবেক বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত কমিশনার জুবায়দুর রহমান ( পরবর্তীতে সিলেট থেকে বদলী হয়ে ঢাকায় যাওয়ার পরদিন ৬ নভেম্বর মারা যান),।
ডিসি ট্রাফিক মাহফুজুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাল উদ্দিন ভুইয়া, মো. আলাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পরীক্ষা কন্ট্রোলার মো. আব্দুল আউয়াল, সিকিউরিটি অফিসার মো. আব্দুল রকিব, গোয়াইনঘাটের ইউএনও মো. তৌহিদুল ইসলাম, এসিল্যান্ড মো. সায়দুল ইসলাম, সার্কেল এসপি শাহিদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।