বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সময়োপযোগী নয়: আলীম আখতার

  • প্রকাশের সময় : ২২/০৫/২০২৫ ০৪:২০:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
37

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সময়োপযোগী নয়, এর সংস্কারের প্রয়োজনীয়।


বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সিলেটের আলমপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ‘ভোক্তা অধিকার আইন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, ‘ভোক্তা সেবা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। জনগণ যদি কাঙ্ক্ষিত সেবা না পায়, তাহলে তারা অধিদপ্তরের প্রতি অসন্তুষ্ট হয়, যা আমাদের কারও জন্যই ভালো নয়।’


সেমিনারে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী। মুখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোহাম্মদ আলী ওয়াক্কাস।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম।


অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো.নুরের জামান চৌধুরী আলীম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ চৌধুরী, র‍্যাব-৯-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ.কে.এম ফয়সাল (এসপিপি, আর্টিলারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সজিব খান।


সেমিনারে বক্তারা ভোক্তাদের অধিকার রক্ষায় আইনের সংস্কার, প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি